বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা আদায়কারী চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গ্রেফতারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আক্কাস আলী (২৫) বগুড়ার কাহালু উপজেলার দক্ষিন জামগ্রাম বাটপাড়া এলাকার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে।
মামলাসূত্রে জানাযায়, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে সেলিম রেজা তার বাড়ির পাশে বৈদ্যুতিক চাউল কল স্থাপন করে ব্যবসা করে আসছেন। গত ২৫ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যক্তিরা তার চাউল কলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় এবং একটি চিরকুটে ফোন নম্বর লিখে রাখে। এরপর সেলিম রেজা ওই নম্বর ফোন করলে চোরেরা তার কাছে ৭ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তার মিটার ভেঙ্গে ফেলা সহ বিভিন্ন হুমকি দেয়। পরে নিরুপায় হয়ে সেলিম রেজা তাদের দেওয়া দুটি নগদ নম্বরে ৬ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাওয়ার পর চোরেরা জানায়, পাশ^বর্তী একটি ধান ক্ষেতে তার মিটারটি লুকানো রয়েছে। পরে খোঁজাখুজির পর ধান ক্ষেত থেকে মিটারটি উদ্ধার করা হয়। এঘটনায় সেলিম রেজা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।