বগুড়া সংবাদ : সোমবার সকালে শহরের প্রাণকন্দ্রে সাতমাথায় মুজিব মঞ্চে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বগুড়া জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন উদীচী বগুড়ার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মামুদুস সোবহান মিন্নু, সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়া জলেশ্বরীতলা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক এডনিস বাবু তালুকদার, জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্নিমা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক এসএম মিল্লাত হোসেন, সঙ্গীত প্রশিক্ষক খোদাদাদ খান বাদশা, কবি আজিজার রহমান তাজ, মির্জা আহসানুল হক দুলাল, মতিয়ার রহমান, শফিকুল ইসলাম শ্যামল, বিমল কবিরাজ, ঐশী রায়, সিফাত ইসলাম, নিবির, মাশিয়ার, মোতাহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এসময় লালন গান পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী সুকুমার বাউল, হাফিজ বাউল, জগদীশ বাউল, কামরুন নাহার ডালিয়া, নিখিল চন্দ্র, কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী অলক পালসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় প্রগতি মনষ্ক রাজনৈতিক , সাংস্কৃতিক নেতাকর্মীরা সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিকালে লালন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …