বগুড়া সংবাদ : আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (১ম সংশোধিত) এর আওতায় গতকাল বগুড়ার কাহালুর শিকড় গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. এখলাস হোসেন সরকার। এছাড়াও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো.
এখলাস হোসেন সরকার কাহালু উপজেলায় কৃষি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, উপ-সহকারি কৃষি
অফিসার আব্দুর রাজ্জাক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ কৃষকবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
