সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন



সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন

বগুড়া সংবাদ :তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার সান্তাহার পৌর শহরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

শুক্রবার দুপুরে পৌর শহরের রেলগেট চত্বরে পৌরসভার কর্মচারী তুহিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি প্রথম দিনে প্রায় ১২ শত শ্রমিক ও পথচারীর মাঝে ঠান্ডা শরবত খাওয়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার বিভিন্ন কর্মচারী, সিএনজি শ্রমিক, চার্জার শ্রমিক, দিন মজুরি  শ্রমিক সহ আরও অনেকে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।

Check Also

নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *