প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৪, ৪:২৯ পি.এম
সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন
[caption id="attachment_3167" align="alignnone" width="618"] সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন[/caption]
বগুড়া সংবাদ :তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার সান্তাহার পৌর শহরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
শুক্রবার দুপুরে পৌর শহরের রেলগেট চত্বরে পৌরসভার কর্মচারী তুহিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি প্রথম দিনে প্রায় ১২ শত শ্রমিক ও পথচারীর মাঝে ঠান্ডা শরবত খাওয়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার বিভিন্ন কর্মচারী, সিএনজি শ্রমিক, চার্জার শ্রমিক, দিন মজুরি শ্রমিক সহ আরও অনেকে।
এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ