সর্বশেষ সংবাদ ::

“ক্লিন সোনাতলা” আলোর প্রদীপ সংগঠনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

“ক্লিন সোনাতলা” আলোর প্রদীপ সংগঠনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

বগুড়া সংবাদ : আজ সোনাতলা উপজেলার বড় বাজারে আলোর প্রদীপ যুব সংগঠনের উদ্যাগে young bangla Campaign on Keep your environment clean and livable বাস্তবায়নে জনসচেতনামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল ৭ টায় আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুলের সভাপতিত্বে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। সকাল ৭ টায় শুরু হয়ে এই অভিযান চলে ৮ টা পর্যন্ত। এসময় উক্ত বাজারের সর্বত্র পরিবেশের ক্ষতিকর পলিব্যাগ ও আবর্জনা পরিস্কার করা হয়। এতে অংশগ্রহণ করেন সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ তাহেরুল ইসলাম তাহের, লেখক ও সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন,সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জার আর গিফারি,মনিরুজ্জামান সুমন সাংবাদিক আব্দুর রাজ্জাক,ফ্রি ভলান্টিয়ার্সের সভাপতি শিমন আহম্মেদ বাদল,আলোর প্রদীপ যুব সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আহসান কবির,কোষাধ্যক্ষ মোস্তফা কামাল,সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান সহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবী। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণকারী সকলেই নিজেদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান লেখক ও সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। পরে উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু সাহার নেতৃত্বে স্থানীয় বাজারে পলিব্যাগ নিরোধে পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয় এবং সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। সব শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনকারীদের মাঝে পরিবেশ বান্ধব নিম গাছের চারা বিতরণ করা হয়। 

 

উল্লেখ্য সেন্টার ফর রিচার্চ এন্ড ইনফমেশন (সিআরআই) এর ইয়াং বাংলা ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই Campaign on Keep your environment clean and livable সারা বাংলাদেশে পরিচালনা করছে। 

 

Check Also

নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *