বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধের চেষ্টা করায় গত ২২ এপ্রিল উপজেলা নির্বাহি অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বীরকেদার মাদ্রাসাপাড়া গ্রামের দছিম মন্ডলের পুত্র শফিকুল ইসলাম।
লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, আমার বসতবাড়ীতে যাতায়াতের ইট সোলিং রাস্তাটি প্রায় ১”শ বছর পূর্ব হতে ব্যবহার করে আসছি। বীরকেদার মাদ্রাসাপাড়া গ্রামের আমজাদ প্রামানিকের পুত্র আরিফুল ইসলাম আমার বসতবাড়ীর যাতায়াতের রাস্তাটি জোরপূর্বক বন্ধের চেষ্টা করিতেছে এবং ১”শ ৫০ ফিট দুরে একটি নতুন পুকুর ভরাট করে নতুন রাস্তা নির্মাণ কাজ করিতেছে। আমার বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে নতুন রাস্তাটি দিয়ে যাতায়াতের জন্য আমাকে জানান। আমি আমার যাতায়াতের রাস্তা বন্ধ করিতে নিষেধ করিলে আরিফুল ইসলাম সহ তার লোকজন আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শণ সহ প্রাণ নাশের হুমকি প্রদান সহ আমাকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। সরকারি ভাবে ইট সোলিং রাস্তাটি বন্ধের চেষ্টা করায় আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সু-সৃষ্টি কামনা করেছেন।
আরিফুল ইসলামের সাথে মোবাইল ফোনে বারবার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কাহালু থানার এ এস আই শাহিবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …