![](https://bograsangbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://bograsangbad.com/wp-content/uploads/2024/04/kahaloo-24.04.2024-1024x614.jpg)
বগুড়া সংবাদ : জাঁকজমকপুর্ণ ভাবে শেষ হলো বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা চত্বরে কুষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার মো. মীর কাশিম আলী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কাহালু উপজেলা মৎস্য অফিসার মো. নুরনবী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা প্রাণীসম্পাদ অধিদপ্তরের ডিভিএম, এমএস (সার্জারী) ডাঃ এ জেড এম খালেদ জুলফিকার, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী কাশফুন নাহার প্রমূখ।
অনুষ্ঠানের স ালায় ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়।
সমাপনী অনুষ্ঠানে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ কারী সকল স্টলের প্রোপ্রাইটরকে শান্তনা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্যাপসনঃ বুধবার বিকেলে বগুড়ার কাহালুতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী শাহ সুলতান (রহ) মাশরুম ল্যাবকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।