বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে । এ ঘটনায় পুলিশ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে পুলিশ থানায় একটি মামলা দায়ের করেছে । গ্রেপ্তার হওয়া চার নারী মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাবুল হোসেনের স্ত্রী সালমা বেগম (৫৩), মৃত বাহার আলীর স্ত্রী শিউলী বেগম, মোসলেম উদ্দীনের স্ত্রী মোরশেদা বেগম (৪২) এবং একই উপজেলার মৃত মোখলেস উদ্দীনের স্ত্রী সানোয়ারা বেগম। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ বুড়িমারী থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া একপ্রেস ট্রেনে মাদক নিয়ে কয়েক জন নারী আসছেন এমন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালানো হয় । এ সময় তিন নারী মাদক ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ৯৭ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় । এক ট্রেনে থাকা নারী মাদক ব্যবসায়ী সানোয়ারা বেগমের নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । এই চার নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর বুধবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …