সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১ হাজার শ্রমজীবী মানুষের হাতে বিনামূল্যে পানির বোতল তুলে দিলেন ‘ডু সামথিং’ ফাউন্ডেশন

বগুড়া সংবাদ : তীব্র দাবদাহে বগুড়ার মানুষের জীবন বিপর্যস্ত প্রায়। গরমে মানুষ হাপিত্যেশ অবস্থায় আছেন। মৌসুমের বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সর্বত্রে ভ্যাপসা গরম বিরাজ করছে। এতে করে মানুষ দাঁড়িয়ে থাকলেও খুব ঘামতে দেখা যাচ্ছে। রোদের তীব্রতা বেশি হওয়ায় খুব অল্পতেই মানুষ হয়রান হয়ে যাচ্ছে। ফলে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বগুড়ায় শ্রমজীবী ও পথচারীদের হাতে বিনামূল্যে পানির বোতল তুলে দিচ্ছে ‘ডু সামথিং’ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার সকাল ১১ থেকে শহরের সাতমাথা,  ও কলোনীতে  তারা বিভিন্ন শ্রেণী পেশার ১ হাজার মানুষের হাতে পানির বোতল তুলে দেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হোসনের উদ্যোগে ২০১৬ সালে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি যাত্রা শুরু করে। সংঠনটির স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, তীব্র তাপদাহের কারণে নিজেদের অর্থায়নে আজকে এই আয়োজন করা হয়েছে। গরমে এ মৌসুমে তাপদাহ যতদিন প্রবাহমান থাকবে ততদিন তারা আরও নতুন নতুন উদ্যোগ হাতে নেবেন।সংগঠনটির স্বেচ্ছাসেবী ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী সোহরাব হোসেন বলেন,  এবারে তীব্র তাপদাহে শহরের পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসকরা এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন। পথে চলাচলের সময় পানির সংকট চোখে পড়ে। তাই সংগঠন থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Check Also

রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, বগুড়া সহ ৩ জেলায় সতর্কতা

  বগুড়া সংবাদ : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *