সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সহ ১২জনের মনোনয়নপত্র দাখিল

বগুড়া সংবাদ :দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১এপ্রিল রোববার দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন সহ মোট ১২জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান খান সেলিম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবা নাছরিন রূপা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতির বড় ভাই এএইচএম নুরুল ইসলাম খান হিরু। ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক আলম, বাংলাদেশ কংগ্রেস পার্টির উপজেলা সভাপতি তাজ উদ্দিন মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সখিনা বেগম, স্বতন্ত্র প্রার্থী খাতিজা আক্তার রিতা, ফাহমিদা আক্তার। এ উপজেলায় মোট ভোটার ১লাখ ৫৬ হাজার ৩’শ ৭১জন । এর মধ্যে পুরুষ ভোটার ৭৮হাজার ১’শ ২৬জন, মহিলা ভোটার ৭৮হাজার ২’শ ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১জন। আগামী ২১মে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *