বগুড়া সংবাদ : ‘প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮এপ্রিল বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এদিন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয়ভাবে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বেলুন উড়িয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, খামারী মাহবুবুর রহমান প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া খামারীদের ৩০টি স্টল
পরিদর্শন করেন। বিকালে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্যে থেকে ৩টি ক্যাটাগরিতে ৯জনকে ১ম,২য় ও ৩য় পুরুস্কার ও সনদপত্র প্রদান সহ প্রদর্শনীতে অংশ নেয়া অন্যান্য খামারীদের মাঝে সৌজন্য পুরুস্কার প্রদান করা হয়। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আরিফুল ইসলাম সহ প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও খামারীগণ উপস্থিত ছিলেন।
Check Also
শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু
বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরুর শুভ উদ্বোধন …