বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় আদালতের আদেশ অমান্য করে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির আধাপাকা ঘর দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ব্যাপারে সাইফুল বাদী হয়ে গত ২৬জানুয়ারি দুপচাঁচিয়া থানায় ৩জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগে জানা যায়, উপজেলার গুনাহার ইউনিয়নের বেড়াগ্রামের মৃত গুলবর রহমানের ছেলে সাইফুল ইসলাম। বেড়াগ্রাম বাজারে তার বসতবাড়ীর পার্শ্বে গোডাউন রয়েছে। গোডাউনের ধারে তার কবলা দলিল মুলে সম্পত্তির উপর আধাপাকা ঘর রয়েছে। কিন্তু একই গ্রামের মৃত আফছার আলী ছেলে আলামিন ও হাকিম এবং তাঁর স্ত্রী আলেয়া বেওয়া সকলে মিলে সাইফুলের আধাপাকা ঘর দখল করার পাঁয়তারা শুরু করে। গত ২৬জানুয়ারি সকাল আনুমানিক ৯টার সময় বিবাদীগণ সাইফুলের জমির নিকটে এসে পূর্ব বিরোধের জের ধরে সাইফুলের স্ত্রী সাবিনা ইয়াছমিনকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাবিনা ইয়াছমিন বিবাদীগণকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী আলামিন কোদাল নিয়ে তাকে মারতে উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আলামিনকে থামানোর চেষ্টা করলে তিনি সাবিনা ইয়ামিনকে মারতে না পেরে পরবর্তীতে সাইফুল ও সাবিনা ইয়াসমিনকে খুন জখম করার হুমকি দেয়া সহ সাইফুলের আধাপাকা ঘরটি দখল করবে বলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। প্রসঙ্গতঃ উক্ত সম্পত্তি জবর দখল করা পাঁয়তারা বিষয়ে গত ২৪জানুয়ারি সহকারী জজ আদালত দুপচাঁচিয়া, বগুড়ায় সাইফুল ইসলাম একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ২৯ফেব্রুয়ারি আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী না হওয়া পর্যন্ত নালিশী তফশীল সম্পত্তিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
Check Also
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …