বগুড়ার দারিয়ালে পূর্ব শত্রুতার জের ধরে গাছ কর্তন ও রান্নাঘর ভাংচুর

বগুড়া সংবাদ : বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দারিয়াল মোন্নাপাড়া গ্রাম্য সালিশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে রান্নাঘর ভাংচুর ও গাছ কর্তন করেছে। শাহিনুর জানান, আমার চাচা আশরাফ আলীর সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য শান্তির লক্ষে গত পাঁচ বছর পূর্ব মিমাংসা করে দেন। বাটোয়ারা জায়গায় কয়েকটি গাছ রোপণসহ রান্না ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিল। আজ সকাল ১০ টার সময় উক্ত লোকজন আমার বাড়ির মেইন গেটে হ্যাঁজবুল তুলে দিয়ে আমার রোপণকৃত গাছ কর্তন করে রান্না ঘর ভাংচুর করতে থাকে। আমি কোন উপায় না পেয়ে 999 ফোন দিলে পুলিশ এসে ঘটনার স্থল পরিদর্শন করে। এ ব্যপারে মীর আশরাফ আলীর পুত্র আব্দুল করিমের সাথে কথা বললে তিনি জানান, ওই জায়গা আমাদের। আমরা দীর্ঘদিন জেলার বাহিরে থাকায় তারা আমাদের জায়গা জবরদখল করে আসছে। এখন আমাদের জায়গায় আমরা বাড়ি করবো। কয়েকদিন যাবত বলার পরেও কর্ণপাত না করায় তারা উল্টো দাবি করে। শাহিনুর রহমান আরও জানান, যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান

Check Also

গাবতলীর সুখানপুকুর ইউনিন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: গতকাল শনিবার বগুড়ার গাবতলী সুখানপুকুর ইউনিয়ন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *