বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সহসভাপতি লাভলী রহমান (৬৩) মারা গেছেন। সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে বগুড়া শহরের একটি ক্লিনিকে মারা যান তিনি। লাভলী রহমান বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার মোছাদ্দের হোসেন আকন্দের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাভলী রহমান বেশ কিছুদিন ধরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থবোধ করলে তাকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে লাভলী রহমান মারা যান।লাভলী রহমান বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে।লাভলী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সিনিয়র সহসভাতি শাহাজাদী লায়লা, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরী, বগুড়া শহর মহিলা দলের সভানেত্রী শাহিনুর বেগম শানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি ও শায়লা ইসলম মুক্তা।
Check Also
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …