বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে দেড়শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রাতুল হাসান লিমন (২১) ও নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘী গ্রামের তসলিমের ছেলে তরিকুল ইসলাম (৩৭)। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি ব্রিজ এলাকায় আশা এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, চার মাদক কারবারি নিজ হেফাজতে রেখে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তারসহ ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। অপর দুই আসামী পালিয়ে যাওয়ায় তাদের নামে থানায় মামলা দায়ের হয়েছে।