সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ায় র‍্যাবের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে সদরের বাঘোপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এই তিনজন হলো- লালমনিরহাটের কালিগঞ্জ থানার কালিকাপুর শোলমারীর আসহাব আলীর ছেলে মজিদুল ইসলাম (৩৩), একই থানার দক্ষিণ মশরত মদাতির মৃত সাইদুর রহমানের ছেলে মামুন মিয়া (৩৯) ও উত্তর মশরত মদাতি এলাকার রফিকুল ইসলামের ছেলে আজিজুল হক (২৩)। বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে (ঢাক মেট্রো -ট ২২-৩৩২২) মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি চৌকস টিম বগুড়ার বঘোপাড়া এলাকায় ঢাক-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলায়। এসময় ট্রাকে বিশেষ কায়দায় রাখা সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ওই তিন জনকে আটক করে র‍্যাব। এছাড়াও ৫ টি মোবাইল ও ৫ টি সীমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওই তিনজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৬৬জনের নামে মামলা দায়ের

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *