বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। আদমদীঘি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন। রোববার সকালে এই উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। অপরদিকে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান করেন। এরপর বেলা ১১টায় উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর আত্নজীবনী তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার(ভুমি) ফিরোজ হোসেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফ, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ। বাদ আছর হযরত বাবা আদম(রহঃ) জামে মসজিদে উপজেলা আ’লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Check Also
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …