বগুড়া সংবাদ: আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় চকলোকমান উল্কা খেলার মাঠে এ জনসভায় অনুষ্ঠিত হয়। ২১নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে চাই। এর জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বকে ক্ষমতায় পাঠানো। নতুন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে এবং কিছু অসৎ ব্যক্তি জনমতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা যায়, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা কেউ ছিঁড়ে নিতে পারবে না।
তিনি আরও বলেন, গাবতলী ও শাজাহানপুর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এলাকা নয়। এটি ইসলামপন্থীদের এলাকা। নারীদের ভোটাধিকার রক্ষা করা এবং ভোটের মাধ্যমে পরিবর্তন আনা আমাদের প্রাথমিক লক্ষ্য। আমি যদি নির্বাচিত হই, তাহলে এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার জন্য এবং দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক জেলা আমীর অধ্যাপক নাজিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল আলম মিশু,শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
