সর্বশেষ সংবাদ ::

১৯ বছর পর বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তারেক রহমানের জুম্মার নামাজ, মসজিদের উন্নয়নে ভবিষ্যতের অঙ্গীকার

বগুড়া সংবাদ : বগুড়ায় ১৯ বছর পর নিজে হাতেগড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিনি বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পৌঁছান এবং হেঁটে সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়ান। মসজিদটি ২০০৪ সালের ২৬ মার্চ তারেক রহমান স্থাপন করেন। পরবর্তীতে ২০০৮ সালের ১১ জানুয়ারি প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে তৎকালীন জেলা প্রশাসকসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান জানান, মসজিদটি বগুড়ার মানুষের জন্য নির্মিত। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের তৌফিক হয়েছে বগুড়ার মতো জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদের এখনও অনেক কাজ বাকি আছে। আল্লাহ আমাদের সুযোগ দিলে আগামীতে মসজিদটি সুন্দরভাবে গড়ে তোলা হবে, যাতে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
মসজিদে জুম্মার নামাজের পর তারেক রহমান মোনাজাতে অংশ নেন। এসময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া-৬ সদর আসনে জামায়াতের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত কোন দখলবাজ দলকে ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না – নজরুল

বগুড়া সংবাদ:শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *