সর্বশেষ সংবাদ ::

বগুড়ার চকসূত্রাপুরে দুই পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া শহরের ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা ধাওয়া–পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে খবর পেয়ে জেলা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযানে চকসূত্রাপুরের একটি সন্দেহভাজন আস্তানা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলে আসছে। মাঝে মধ্যেই এসব নিয়ে গ্রুপভিত্তিক সংঘর্ষের ঘটনাও ঘটে। তারা দ্রুত স্থায়ী অভিযান চালিয়ে এলাকা মাদকমুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Check Also

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়ীতে আগুন দেয়ার অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ও অফিস উদ্বোধন করায় ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *