সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় এনজিও সোভা’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় স্যোসাল ওমেন অর্গানাইজেশন ফর ভিলেজ এ্যাডভান্সমেন্ট(সোভা) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২১জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সদরের তিষীগাড়ী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আজাদ লিটন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিপ্লব হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল, অভিভাবক জয়নাব বেগম, বুলবুলি বেগম ও নাজমা বেগম প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কারুল হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Check Also

বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  রবিবার এক র‌্যালী শহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *