সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ায় জামায়াত প্রার্থীদের শুকরিয়া আদায়

বগুড়া সংবাদ : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে বুধবার প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বৈধ প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।
অন্যান্য প্রার্থীদের পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন জেলা প্রশাসক। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন বগুড়া-১ মোঃ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে মাওলানা আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মাদ, বগুড়া-৪ আসনে মোস্তফা ফয়সাল, বগুড়া -৫ আসনে মোঃ দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে আবিদুর রহমান এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানী।
প্রতিক বরাদ্দ শেষে জামায়াতের প্রার্থীরা নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে বিশেষ মুনাজাতে শরীক হন। তারা আসন্ন নির্বাচনে বিজয়ী হতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

Check Also

বগুড়ার শাজাহানপুরে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে ফেলা ও হুমকির অভিযোগ

  বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *