সর্বশেষ সংবাদ ::

বগুড়ার সাত সংসদীয় আসনে ৩৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

বগুড়া সংবাদ : প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার সাতটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এদিন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তার পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক গ্রহণ করেন। এই আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন তারা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ পেয়েছেন হাতপাখা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাঁড়িপাল্লা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন মই প্রতীক।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বগুড়ার তিনটি আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন—বগুড়া-১ আসনে শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনে তৈাহিদুল আলম এবং বগুড়া-৪ আসনে কামরুল হাসান ও মোঃ শাহেদ ফেরদৌস। তাদের বাদ দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
এদিকে, বগুড়া সদর আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আনন্দ প্রকাশ করেন।

Check Also

বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  রবিবার এক র‌্যালী শহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *