বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় শহীদ লিটন স্মৃতি সংসদের আয়োজনে ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। আয়োজনের মধ্য ছিল পিঠা উৎসব, চিত্রাংকণ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রতিভা অন্বেষনের প্রতিযোগিতা ও কর্মসংস্থান নিয়ে উন্মুক্ত আলোচনা সভা। এ উপলক্ষে ১৭জানুয়ারি শনিবার বেলা ১১টায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বাংলাদেশ পরমাণু বিষয়ক নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রব শেখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ পিঠার স্টল পরিদর্শন করেন। পরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে ও সংসদের সদস্য সচিব নিয়ামুল হক এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাশেদুল আলম অরভিল এর পরিচালনায় আলোচনা সভায় উদ্বোধক ছাড়াও বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদ, তালোড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল রাফি প্রমুখ। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় এক মনোজ্ঞ ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
