রাজশাহী সিটি হাসপাতালকে অটোক্লেভ মেশিন দিয়েছে রেডক্রিসেন্ট

বগুড়া সংবাদ :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালকে অটোক্লেভ মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি হাসপাতালে অটোক্লেভ মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমেনা ফেরদৌস, মেডিকেল অফিসার – ডা. তামান্না বাসার, ডা. নাসরুল্লাহ দেওয়ান, ডা : খন্দকার উম্মুল খায়ের ফাতিমা, ডা. সাদিয়া রেজভীসহ সিটি হাসপাতালের অনান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *