বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া): উত্তরাঞ্চলের
উপজেলা গুলোর মধ্যে এবার রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে বগুড়া শিবগঞ্জ উপজেলায়। মৌসুমের শুরু থেকেই স্থানীয় চাহিদা মিটিয়ে এ উপজেলা থেকে আলুসহ ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, মালেশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, শ্রীলঙ্কা এবং জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে সবকিছু মিলে আলু ও সবজির দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। বিগত পাঁচ বছর ধরে দেশের আলু ও সবজি বিদেশে রপ্তানি করছেন ৫ থেকে ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জে চলতি মৌসুমে প্রায় ১৮ হাজার ৪ ‘শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার অতিরিক্ত জমিতে আলু চাষ হয়েছে।
মেসার্স সাগর ট্রেডার্সের প্রোপাইটর সাগর হোসেন জানান, শিবগঞ্জ সহ দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নিলফামারী, জয়পুরহাট, নওগাঁ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলা থেকে এসব সবজি সংগ্রহ করে ৭ টি দেশে রপ্তানি করা হয়ে থাকে। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির আলু ১০ হাজার মেট্রিকটন, কপি ৫ হাজার মেট্রিকটন, কাঁচা মরিচ ৫ শত মেট্রিকটন, মিষ্টি লাউ ১১শত মেট্রিকটন, টমেটো ৪শত মেট্রিকটন রপ্তানি করা হবে।
সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, ক্ষেতে আলু উত্তোলনের কাজ সবে মাত্র শুরু। বাজারে আলুর চাহিদা ও দাম ভালো হওয়ায় উত্তোলন কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার বিভিন্ন স্থানে আলু বেচাকেনা চলছে।
উপজেলার উথলী গ্রামের চাষি হারুন, মোশারাফ, ফকির, জহুরুল মিয়ারা বলেন, এবার প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। প্রতি বিঘাতে আলু পেয়েছি প্রায় ৮৫ থেকে ৯০ মণ। সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় লাভ হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।
আমার জমির সব আলু সাগর ট্রেডার্সের ফা লোকজনদের কাছে বিক্রি করেছি। লাভও হয়েছে। আমাদের ক্ষেতের আলু বিদেশে যাচ্ছে বলে আমি গর্বিত।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হান্নান বলেন, মাঠ পর্যায়ের কৃষকদের নিকট থেকে ৪৪ টাকা কেজি দরে আলু সংগ্রহ করে প্রসেসিং শেষে ৫০ টাকা কেজি দরে মধ্যপ্রাচ্যের ৭ টি দেশে রপ্তানি করা হচ্ছে। যদি আলু রপ্তানির এ ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হবেন, উৎপাদন ও বাজার স্থিতিশীল থাকবে এবং আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
