বগুড়া সংবাদ : বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে ছাত্র শিবির বগুড়া শহর শাখার কর্মী সম্মেলন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সম্মেলনে আরো বক্তব্য রাখেন ছাত্র শিবির বগুড়া শহর শাখার দপ্তর সম্পাদক সজিবুল ইসলাম সজিব, প্রশিক্ষণ সম্পাদক আল জাবের হক্কানী, অর্থ সম্পাদক নাইমুর রহমান, সাহিত্য ও ছাত্র অধিকার সম্পাদক শাফিউল ইসলাম শাফিন, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, পাঠাগার ও আইটি সম্পাদক আবু সুফিয়ান। সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ন্যায়ের পথ ধরে ছাত্রকল্যাণে কাজ করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিজয় আসবে। ছাত্র কল্যাণে কাজ করার জন্য ডাকসু, চাকসু, রাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয় হয়েছে। সাধারণ ছাত্র এখন ছাত্রশিবিরের ছায়াতলে নিশ্বা:স নিতে শুরু করেছে। সবাই জেনে গেছে ছাত্রশিবিরই মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ক্যাম্পাস উপহার দিতে পারে। প্রধান বক্তা বলেন, কোন অপশক্তির কাছে ছাত্র শিবির মাথানত করবেনা। সারাদেশে ন্যায় ইনসাফের ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করে যাবেই।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
