বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বিএনপি’র চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে কদমতলী স্কুল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উপজেলা বিএনপি’র সহ সভাপতি জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, নেপালতলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সুজন,বিএনপি নেতা রুবেল মাহমুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, প্রমুখ। এছাড়াও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
