
বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারমাইল নাগর নদীর ব্রীজের নিকটে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক মুন্না (১৫) নিহত হয়েছেন। নিহত মুন্না কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের বুলবুল হোসেনের পুত্র ও কাহালুর কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
জানা যায়, স্কুল ছাত্র মুন্না তার বন্ধু সিফাত কাহালুর বীরকেদার রাবেয়া পার্কে বেড়াতে যান। রাবেয়া পার্ক থেকে বের হয়ে দুপচাঁচিয়া হয়ে বাড়ী ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছাঁলে বগুড়াগামী অজ্ঞাতনামা ট্রাকে সাথে সংঘর্ষে মুন্না গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা