বগুড়া সংবাদ : সোনাতলার কামারপাড়া গ্রামে গরুর খামারের মলমূত্র প্রতিবেশি এরশাদুল হক আকন্দের (৪৩) পুকুরে দিতে নিষেধ করায় তাকে মারপিটে আহত করেছে সাইফুল আকন্দের ছেলে রায়হান আকন্দ। গত শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত এরশাদুল হক জানান, প্রতিবেশি সাইফুল আকন্দ তার গরুর খামারের মলমূত্র প্রতিনিয়ত পাইপের মাধ্যমে আমার পুকুরে দিচ্ছিলেন। এতে পুকুরে ছেড়ে দেয়া কয়েক হাজার টাকার মাছ মারা গেলে আমি আর্থিকভাবে মোটা অঙ্কের টাকার ক্ষতিগ্রস্ত হই। পরবর্তীতে আমি পাইপের মুখ মাটি দিয়ে বন্ধ করি। বিষয়টি দেড় মাস আগে। গত শুক্রবার বাদ জুমা সাইফুল আকন্দের ছেলে রায়হান আকন্দ পাইপের মুখ খুলে দিলে গরুর মলমূত্র পুকুরে যায়। এতে এরশাদুল হক রায়হান আলী ও তার মাকে নিষেধ করার অপরাধে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে এরশাদুল হক গুরুতর আহত হয়ে ওইদিন সোনাতলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়। রায়হানের বাবা ও মা জানান আমার ছেলের সাথে হাতাহাতি হয়েছে মাত্র। মারপিটে আহত ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে এরশাদুল হক আকন্দ জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
