বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিকল্প প্রার্থী
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
( সোমবার ২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের কাছে দলিয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দূটি মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টন,
উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলী, জুলফিকার হায়দার গামা, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু, বিএনপিনেতা হারুন অর রশিদ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির হাইকমান্ডের অনুমতিক্রমেই মোরশেদ মিল্টনকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রভাষক শফিকুল ইসলাম শফিক।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
