
বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিয়ে দিবসটি শুরু হয়। গাবতলী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গদল, পৌরসভা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সরকারী-বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও পাইলট স্কুল মাঠে পিঠা মেলার উৎসব হয়। সকাল ৯টায় পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করে শিশু কিশোর সমাবেশ, সালাম গ্রহন ও কুচকাওয়াজ, ডিসপ্লে শেষে পুরস্কার বিতরণ করেন। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, মডেল থানার ওসি আনিছুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ এইট এম জহুরুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রাজ্জাক ও রোকসান হাফিজ সুমন, জুলাই যোদ্ধা ইসফাকুর ইউনুস পাপ্পু প্রমুখ।
শেষে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বাদজোহর সকল মসজিদে শহীদদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার দেয়া হয়। বিকেলে শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
