সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে বগুড়া শহর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সহ সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম, এনামুল হক রানা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মহান মুুক্তিযুদ্ধে আমাদের বিজয় ছিল জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। যার ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জাতি মুক্ত হয়েছিল। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হীন স্বার্থে জাতিকে বিভক্তির মাধ্যমে তাদের ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করেছিল। কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তারা শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কোন বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ আমাদের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাবে। ইনশাআল্লাহ।

Check Also

মহান বিজয় দিবসে ভয়েস অব জুলাই বগুড়ার শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ৫৫ তম মহান বিজয় দিবসে বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *