সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

বগুড়া সংবাদ : অদ্য ১০ ডিসেম্বর ২০২৫, রোজ বুধবার সকাল ১১টায় , বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্‌যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের ঐতিহাসিক সাতমাথা মোড়ে এক পথসভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির গর্ভনর আলহাজ্ব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাসেত।
পথসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক ,সহ-সভাপতি নির্জা আহছানুল হক দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী ,মোঃ ইলিয়াস,সহ সাধারণ সম্পাদক আতাউল ওসমান গনি,সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান,আবুল কালাম, নাসিরুদ্দিন, মোকলেসুর, আরিফুল, অনামিকা, গফুর প্রা:, সাইফুল, রাইন, হাবিব ও রঞ্জু প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ।

Check Also

বগুড়ায় উদ্যোক্তা মেলায় মনোজ্ঞ সংগীত পরিবেশনে মুগ্ধ দর্শক

  বগুড়া সংবাদ : বগুড়ায় বিসিক জেলা কার্যালয় আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় প্রতিদিন দর্শনার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *