
বগুড়া সংবাদ: বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মাঃ মাশরাফ হোসেনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
গত শনিবার রাতে বগুড়া সদর থানায় জিডিটি করেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঃ আব্দুল মামিন। জিডি নম্বর–৭৫৭, তারিখ ০৮/১২/২৫ইং। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মহদী হাসান।
জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক এমপি মাশরাফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে তিনি বগুড়া সদর থানার উপশহরস্থ নিজ বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে একটি অজ্ঞাত বিদেশি নম্বর থেকে বার্তা পাঠিয়ে অবৈধ সুবিধা দাবি করা হয়। দাবি না মানলে এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মাশরাফ হোসেন অভিযোগ করেন,
“নির্বাচন সামনে রেখে একের পর এক নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে প্রতিপক্ষ ভীত হয়ে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ভুয়া তথ্য ছড়াচ্ছে। সর্বশেষ আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দেওয়ার পাশাপাশি কয়েক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে প্রভাবিত করতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে জিডি করা হয়েছে।”
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা

