বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাগ ডে পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের আনন্দ – উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গন।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণিল শোভাযাত্রা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা,শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্যসহ নানা আয়োজন। র্যাগ ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গুজিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ছিলেন শিক্ষক মেকাঈল মীর, অসিম রহমান, স্বপন কুমার, ফিরোজ আহম্মেদ, ইকরামুল, ইমরান, আব্দুল্লাহ আল মামুন, শরিফুল, হান্নান খান, উজ্জল, উম্মে সালমা, মিসতারা, সখি রানী, সুমাইয়া, উম্মে হানী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভবিষ্যতের স্বপ্ন, পথচলার স্মৃতি এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানায়। আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আবেগঘন বিদায়ী পরিবেশ।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এবং চল্লিশজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী অংশ নেন।
এছাড়া পুরো আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন গ্রাম পুলিশের সদস্যরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
