সর্বশেষ সংবাদ ::

বগুড়ায়  র‍্যাবের অভিযানে ২৬ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

বগুড়া সংবাদ : পরিবেশবিরোধী অবৈধ পলিথিন নির্মূলের অংশ হিসেবে বগুড়া সদরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। কালীতলা এলাকায় বেলা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-১২-এর স্কোয়াড লিডার ফিরাজ আহমেদ এর নেতৃত্বাধীন র‍্যাবের একটি চৌকস দল।

অভিযান চলাকালে শিববাটি এলাকার শিবু নামের এক ব্যক্তির মজুদস্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ হাজার কেজি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে সেখানে বড় আকারে অবৈধ পলিথিন উৎপাদন ও সরবরাহ করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ নিষিদ্ধ পলিথিন। দেশের পরিবেশ রক্ষায় এমন অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
র‍্যাব-১২ এর স্কোয়াড লিডার ফিরাজ আহমেদ জানান, সাধারণ মানুষ ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অবৈধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে র‍্যাব নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।
অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ পলিথিন পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে যথাযথভাবে ধ্বংস করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি অবৈধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Check Also

শিবগঞ্জে বেগম রোকেয়া দিবসে র‍্যালি আলোচনা সভা ও অদম্য নারীদের সন্মাননা প্রদান

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *