সর্বশেষ সংবাদ ::

কাহালুর নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনকে ফুলেল শুভেচ্ছা জানালেন দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর মজবাহ উদ্দৌলা চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনবার স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মৎস্যচাষী এবং কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজাম্মল হক, সাধারণ সম্পাদক ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হাসান।
সদস্য হিসেবে উপস্থিত ছিলেন— কাহালু টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম, কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সাবিহা সুলতানা, ব্যবসায়ী সাগর চৌধুরী, কাহালু সরকারি কলেজের ছাত্রী শতাব্দী সরকারসহ অন্যান্যরা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন সবাইকে ধন্যবাদ জানান এবং দূর্নীতি প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Check Also

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়ায় লাখো মানুষের ঢল

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *