
বগুড়া সংবাদ : বগুড়া সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ-১৯২১) এর ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে ১৩ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫–এর চেয়ারম্যান লিটন শেখ বাঘা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুল হক রাজা, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল কবি, সাংগঠনিক সম্পাদক এস. আলম, বগুড়া শহর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল মণ্ডল, যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি শাহ আলম খোকন, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সেলুন শ্রমিক নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগদান করেন।
শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
