সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১০দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বগুড়া সংবাদ : ৭০টি স্টলের সমন্বয়ে বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌর পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।
বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সভাপতি একরামুল কবীর আহম্মেদ। ফেরদৌস ওয়াহেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হাশেম।
উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সাথে মতবিনিময় করেন। মেলায় ৭০টি স্টল স্থান পেয়েছ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। মেলা চলবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বাহারি পণ্যর দোকান বসেছে। নিজের তৈরি জিনিস ও খাবার সবার মাঝে ছড়িয়ে দিতেই মেলায় অংশ নিয়েছেন নারী উদ্যোক্তরা।

Check Also

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *