বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর প্রধান কাজ। আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সমাজে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। তিনি শুক্রবার সকালে বগুড়া শহরের বগুড়ার ধরমপুর ,ঝোপগাড়ী ও বারপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা জাহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, ১৭ নং ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজ, সেক্রেটারী এজাজ আহম্মেদ আসলাম উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
