বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন ইনশাল্লাহ্। এবারের ভোট হবে সবচেয়ে কঠিন ও পরীক্ষিত আমরা বগুড়া সদর উপজেলাবাসী অতীতের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ্ ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর ) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে শহর শ্রমিকদলের উদ্যোগে ও ১১নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের ১১নং ওয়ার্ডে গণসংযোগ পথসভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ একেএম মাহবুবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সেলিম রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা শ্রমিক দলের সিঃ সহসভাপতি সোহরাব হোসেন লাইজু,আজিজল হক রাজা, যুগ্ম সম্পাদক- সাইদর কবির সাংগঠনিক সম্পাদক- এস-আলম -সহ-সাধারণ সম্পাদক, তোতা মিয়া, শহর শ্রমিকদলের আহŸায়ক নুরুল হুদা , সদস্য সচিব সামছুজ্জামান সামছ , আহসান সাবিক সোহাগ ,ইকবাল করিম বাবল, বাবলু, দিদার হোয়েল সামছ, মুনির, মুকুল, গোলাপ, বকুল, শ্রী রতন, জহুরুল ,রফিকুল ইসলাম হিটলু,জাকির ব্যাপারী আনোয়ারা মানু, মমি,রাজীব,সুলতান, রানা সহ প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা

