সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শিক্ষকেরা কোয়ালেটি সম্পূর্ন শিক্ষাদান করলে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে – বগুড়ার ডিসি তৌফিকুর

বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেছেন, শিক্ষকেরা কোয়ালেটি সম্পূর্ন শিক্ষা দান করলে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে। শুধু উচ্চ শিক্ষার সার্টিফিকেট অর্জন করলে লাভ হবে না। যারা বিদেশে গিয়ে দেশে রেমিটেন্স পাঠায় তারা শরীরের ঘাম ঝরিয়ে টাকা পাঠান। দেশে বেকার বেশী তাই দেশের চাকরীর আশায় বসে থাকা যাবে না। সকলকে নিজ উদ্যোগে টেকনিকেল প্রশিক্ষন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। রেমিটেন্স যোদ্ধারা দেশের সম্পদ। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলি বলেন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, সোনালী ব্যাংক ম্যানেজার মাজেদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম, নশিপুর ইউপির চেয়ারম্যান রোকনুজ্জামান তালুকদার, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, জুলাই যোদ্ধা মেহেদী হাসান, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা, মাদক, ইভটিজিং, জমি থেকে মাটি কাটা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। শেষে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ, গাছের চারা, সেলাই মেশিন, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *