বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা পৌর এলাকার ৬টি নির্ধারিত বিক্রয় কেন্দ্রের জন্য লটারীর মাধ্যমে ওএমএস’র ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লটারী সম্পন্ন হয়। এরমধ্যে ৫ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় ডিলার নির্বাচিত হয়েছেন। এ পাঁচ কেন্দ্রের প্রতিটিতে একাধিক করে প্রার্থী থাকলেও লটারীর আগেই একজন করে বাদে অন্যরা প্রত্যাহারের আবেদন করেন। তবে এদিন লটারীর মাধ্যমে প্রকাশ্যে ডিলার নিয়োগ হয়েছে একজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, ৫টি বিক্রয় কেন্দ্রের প্রতিটিতে ডিলার নিয়োগ প্রাপ্তির জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। সেই ৫টি কেন্দ্রে একজন করে বাদে অন্যরা প্রত্যাহারের আবেদন করায় সেক্ষেত্রে ৫ কেন্দ্রে পাঁচজন ডিলার বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ্ মোঃ শাহেদুর রহমান জানান,পৌর এলাকার কামারপাড়া বিক্রয় কেন্দ্রে ডিলার নিয়োগ প্রাপ্তির জন্য একাধিক ব্যক্তি আবেদন করেন। এখানে কেউ প্রত্যাহারের আবেদন না করায় প্রকাশ্যে লটারীর মাধ্যমে ডিলার (একজন) নিয়োগ করা হয়। অন্য ৫টি কেন্দ্রের প্রতিটিতে একাধিক ব্যক্তি আবেদন করলেও লটারীর আগেই একজন করে ছাড়া অন্যরা প্রত্যাহারের আবেদন করেন। যার ফলে সেই পাঁচ কেন্দ্রে ৫জন ডিলার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, সোনাতলা খাদ্য গুদামের ওসিএলএসডি জালাল উদ্দিন সরদার,হরিখালী খাদ্য গুদামের ওসিএলএসডি আবু সাইদ খন্দকার,পরিদর্শক কাজী হাসিবুল হাসান,সহকারী পরিদর্শক সাজু মিয়া,সোনাতলা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু,বিএনপি ও অঙ্গদলের বেশকিছু নেতৃবৃন্দ ও স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মি। যারা ডিলার নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা হলেন সেলিম রেজা বাবলা,আরিফুল ইসলাম,সামছুন্নাহার বেগম,শাহ আলম,শামীমা বেগম ও ওবায়দুল হক। উল্লেখ্য, এদিন সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ওএমএস’র ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
