বগুড়া সংবাদ : ভয়েস অব জুলাই নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে “জুলাইয়ের শপথ: সংগ্রাম থেকে সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
ভয়েস অব জুলাই বগুড়ার সদস্য সচিব নাজমুল হাসান নেহাল এর সভাপতিত্বে এবং নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক সালমীর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুলতান মাহমুদ বাবু, ভয়েস অব জুলাই বগুড়ার যুগ্ম আহ্বায়ক তাজনুর ইসলাম, মিজানুর রহমান, সানজিদা আনজুম এশা, রিয়াদ হাসান , নন্দীগ্রাম উপজেলার সদস্য সচিব মিরাজ মিজু, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ শাকিব প্রমুখ।
জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন আহত জুলাইযোদ্ধা, এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ ও নেতৃত্বদানকারী ছাত্র জনতা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট।
এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সুশাসন এবং ন্যায্য সমাজ গড়ার প্রত্যাশা যেগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। যদিও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবে এর যাত্রা অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী, বর্তমান সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সবাই মিলে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন।”
বক্তারা আরো বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও ড. ইউনূসের সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে জীবন-জীবিকার সমস্যা সমাধান ও দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হওয়া এই শক্তিটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ১৫ বছরের হত্যা-গুম-দুর্নীতির বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনা নস্যাৎ করতে চায়। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তারা মরণকামড় দিবে- এতে কোন সন্দেহ নেই। বগুড়ার শিক্ষার্থী ও যুব সমাজকে সংগঠিত করে পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র, বৈষম্য, অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াকু ভূমিকা পালনে অগ্রণী ভূমিকা পালন করবে ভয়েস অব জুলাই।”
আলোচনার শুরুতে জুলাই অভ্যুত্থানের সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠান হতে, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, নিত্যপণ্যের দাম কমানো, ‘মব’ সন্ত্রাস-নৈরাজ্য-বিশৃঙ্খলা- দখলদারিত্ব-চাঁদাবাজি রোধ করে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত, পাচার হওয়া টাকা ফেরত আনা, খেলাপি ঋণ আদায়, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং দলীয়করণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করার দাবি জানান বক্তারা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
