বগুড়া সংবাদ : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের কলোনী শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া সদর-৬ আসনের নির্বাচনী কর্মশালায় শহর নির্বাচনী পরিচালক অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, শ্রমিক নেতা আজগর আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন স্মার্ট টিম পরিচালক এনামুল হক রানা, দেলোয়ার হুসাইন সাঈদী, হেলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগণের পালস্ বুঝতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে। এবার জাতীয় নির্বাচনেও ঘটাতে হবে। কুরআন বিজয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চায়। কুরআনের দাওয়াত পৌঁছে দিতে জামায়াত কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে অনেকেই আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। হাত পা ভেঙ্গে দিবে। ভোটের কাজে মহিলাদের বাঁধা দিচ্ছে। আমরা বলতে চাই কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায় না। আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং দাড়িপাল্লায় ভোট দিতে বলবেন। সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দায়িত্বশীলদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
