আলো স্বল্পতায় হতাশা নিয়ে ঘরে ফিরলেন হাজারো দর্শক বগুড়ায় বৃষ্টি আইনে আফগান যুবাদের ৫ রানে হারালো বাংলাদেশ

বগুড়া সংবাদ :  দুই দুই দলের দুই ব্যাটারের দূর্দান্ত সেঞ্চুরীর পর অবশেষে শহীদ চান্দু স্টেডিয়ামে আলোর কাছে পরাজিত হলো সফরকারী আফগানিস্তান অ-১৯ বনাম বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে ম্যাচ। আফগান যুবাদের ছুড়ে দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩১ রান করার পর আলো স্বল্পতায় বৃষ্টি আইনে ৫ রানে জিতলো বাংলাদেশের যুবারা। বাংলাদেশ দলের পক্ষে সেঞ্চুরীয়ান কালাম সিদ্দিকী এ্যালেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে দুই ব্যাটারকে হারিয়ে থমকে যায় যুব টাইগাররা। ৬০ রানে ৩য় উইকেটের পতনের পর গ্যালারী ভর্তি দর্শকরা স্তম্ভিত হয়ে যায়। কিন্তু মিডল অর্ডারে কালাম সিদ্দিকী এ্যালেন এবং রিজান হোসেনের সাহসী ব্যাটিং আবারও দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকে। দুজনের ১৩৯ রানের জুটি শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারীতে থাকা দর্শকদের মাতিয়ে তোলে। দর্শকদের মুহুর্মুহু বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে নেচে ওঠে গোটা স্টেডিয়াম। এরই মাঝে সেঞ্চুরী তুলে নেন এ্যালেন। কিন্তু এক রান পরেই ১০১ রান করে এ্যালেন সাজঘরে ফেরার পর আবারও হোঁচট খায় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্তে রিজান একের পর এক চার মেরে দর্শকদের মাতিয়ে রাখেন। অবেশষে ৪৬ ওভার শেষে বাংলাদেশ দলের রান যখন ৪ উইকেটে ২৩১ তখন আলো স্বল্পতায় খেলা শেষ করে দেন আম্পায়ার। অবশেষে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫ রানে বিজয়ী ঘোষনা করা হয়। রিজান হোসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। আফগানদের পক্ষে ওয়াহিদুল্লাহ জাদরান ২টি উইকেট লাভ করেন।
এর আগে মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান যুব দল। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করার পর আফগান শিবিরে প্রথম আঘাত হানে বাংলাদেশ। ৫৬ রানে ২য় উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। শেষ মেষ মিডল অর্ডার ব্যাটার উজাইরুল্লাহর হার না মানা ১৪০ রানে ভর করে ৯ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা। উজারুল্লাহ ১৩৭ বলে ১টি ছক্কা ও ১৬টি বাউন্ডারীতে এই রান করেন। দলের হয়ে খালিদ আহমাদজাই ৩৪ এবং ফয়সাল সিনোজাদা ৩৩ রান করেন। বাংলাদেশ দলের ইকবাল হোসেন ইমন ৫৭ রানে ৫ উইকেট শিকার করেন। রিজান হোসেন ২টি, সবুজ ও আজিজুল হাকিম ১টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলের পক্ষে সেঞ্চুরীয়ান কালাম সিদ্দিকী এ্যালেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।ম্যাচ শেষে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও ম্যাচ রেফারি সেলিম সাহেদ এসময় উপস্থিত ছিলেন। এই জয়ের ফলে ৫ ম্যাচের ওানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় ২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে শহীদ চান্দু স্টেডিয়ামে। বিনা টিকিটেই দর্শকরা এই ম্যাচটিও দেখার সুযোগ পাবেন।
দীর্ঘ ১৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে সকাল থেকেই দর্শকদের স্রোত নেমে আসে শহীদ চান্দু স্টেডিয়ামে। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শক। ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের প্রায় বেশর ভাগই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আনুমানিক ১২ হাজারের মত দর্শক মাঠে বসে যুব ক্রিকেটারদের খেলা উপভোগ করেন। কিন্তু ম্যাচের ৪ ওভার বাঁকি থাকতেই আলোর ঘাটতিতে খেলা শেষ হওয়ায় দর্শক হতাশ হয়ে বাড়ী ফেরেন। অনেকে বোতল ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন। স্টেডিয়ামের চারপাশে ফøাডলাইটের বিশাল চারটি টাওয়ার দাঁড়িয়ে থাকলেও শুধুমাত্র আলোর অভাবে একটি জমজমাট খেলা বন্ধ হওয়া মেনে নিতে পারেননি দর্শকরা। তারা অতিদ্রুত ফøাডলাইট চালুর দাবী জানিয়েছেন।

Check Also

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে করতোয়া নদীতে মাছেরপোনা অবমুক্ত করণ

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছেরপোনা অবমুক্ত করা করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *