জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারীসহ ৫দফা দাবীতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

বগুড়া সংবাদ : জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী এবং সেই আদেশের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম ও আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন প্রমূখ। বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Check Also

কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাসষ্ট্যান্ড সংলগ্ন রহিম ফিলিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *