পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে-এ্যাড. শিমুল বিশ্বাস

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বিআইডব্লিউটিসি সাবেক চেয়ারম্যান এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে শ্রমিক সংগঠনের অবদান সর্ব স্বীকৃত। আজকের মত বিনিময় সভায় রাজশাহী ও রংপুর বিভাগের কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকা অপরিসীম। পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে।
পরিবহন হচ্ছে সেবামূলক সেক্টর। লক্ষাধিক মানুষ পরিবহন সেক্টরে জড়িয়ে আছে। তাদের পরিবারের জীবন, জীবিকা পরিবহনের উপর নির্ভরশীল। গুটিকয়েক চাঁদাবাজের জন্য পুরো পরিবহন সেক্টর কলঙ্কিত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার পরিবহন জগতকে লুটপাটের মহাউৎসবে পরিণত করেছিল
রবিবার বগুড়ার ইসলামপুর হরিগাড়িতে মোটর শ্রমিক ড্রাইভিং ট্রেনিং সেন্টারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি রাজশাহী ও রংপুর বিভাগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপিরোক্ত কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান। সভায় আরো বক্তব্য দেন রফিকুল ইসলাম, সাদাকালুত বারী, রাসেল মন্ডল, মুশফিকুর রহমান, শাহ আলম মুক্তি, সুলতান তালুকদার, হাসান আলী, মিল চন্দ্র বোষ, শ্রী বিনয় কুমার দেব, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম।

Check Also

বগুড়ায় বিএডিসি বীজ ডিলারদের সার  ডিলার হিসেবে নিবন্ধনের দাবি

বগুড়া সংবাদ :বৈষম্য দূরীকরণে বগুড়ায় বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *